পরিচালনা

এডওয়ার্ডজ সিনড্রোম (T18): মা-বাবার জন্য তথ্য

যে সকল শিশুর এডওয়ার্ডজ সিনড্রোম (Edwards' syndrome) থাকার সম্ভাবনা আছে তাদের মা-বাবার জন্য এই তথ্য। এই তথ্য তাদেরকে ও তাদের হেলথ প্রফেশনালদেরকে তাদের চিকিৎসার পরবর্তী ধাপগুলো নিয়ে আলোচনা করতে সাহায্য করবে।

Applies to England

নথিপত্র

বিস্তারিত

এডওয়ার্ডজ সিনড্রোম এমন একটি অবস্থা যা NHS ফেটাল অ্যানোম্যালি স্ক্রিনিং প্রোগ্রাম(NHS Fetal Anomaly Screening Programme, FASP)-এর অংশ হিসাবে 20-সপ্তাহের সময় স্ক্যান করে দেখা হয়। এই ডকুমেন্টে মা-বাবার জন্য নিম্নলিখিত বিষয়ে তথ্য রয়েছে:

  • অবস্থা সম্পর্কে জানা
  • ফলোআপ পরীক্ষা ও অ্যাপয়েন্টমেন্ট
  • শিশুটির অবস্থা কেমন
  • এর পর কী হবে
  • পরবর্তীতে গর্ভধারণ করলে এমন ঘটার সম্ভাবনা কতটুকু?
  • কোথায় আরও সহায়তা এবং তথ্য উপলভ্য রয়েছে

Updates to this page

প্রকাশিত হওয়ার তারিখ 1 এপ্রিল 2012
সর্বশেষ হালনাগাদ হয়েছে 25 এপ্রিল 2025 show all updates
  1. Added translations for Arabic, Bengali, Chinese, Gujarati, Polish, Portuguese, Punjabi, Romanian, Spanish and Urdu

  2. Changed lead organisation to NHS England. Removed reference to screening helpdesk. Removed references to PHE. Added statements on data usage and opt-out.

  3. Converted guidance from PDF to HTML and made some slight changes to terminology.

  4. First published.

Print this page